শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:৪২, ১০ আগস্ট ২০২৪

সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু

সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু
সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দলোনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। এরইমধ্যে কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকার কার্যক্রম। এখন পর্যন্ত ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে।

শনিবার (১০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়