শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:৪৯, ৯ আগস্ট ২০২৪

পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
সংগৃহীত

দেশে প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। এতে তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৯ আগষ্ট) পুলিশ সদর দপ্তরের জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।

আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশনা দেওয়া হলো।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়