মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:১৪, ৯ আগস্ট ২০২৪

যে ২টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ও আসিফ

যে ২টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ও আসিফ
সংগৃহীত

বাংলাদেশে ড. ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ পেলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

শুক্রবার (৯ আগষ্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়ছে।

আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি। 

আসিফও ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কেন্দ্রীয় নেতা। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়