শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৫০, ৮ আগস্ট ২০২৪

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস
সংগৃহীত

দেশে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্মীরা। সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছে ৬২০ জন দমকল কর্মী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান বিধায় আমাদের সদস্য ও ভলান্টিয়ারগণ এই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়