কর্মস্থলে ফিরতে সবার সহযোগিতা পাচ্ছে পুলিশ
বাংলাদেশের মুক্তিযোদ্ধা কেটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গণঅভূত্থ্যানে শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে পুলিশের ওপর ছাত্র-জনতার হামলা ও আক্রমণে অনেকে কর্মস্থল ছেড়ে চলে যান। এসব পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে আইজিপি। পুলিশ সদস্যরা যাতে নিরাপদে তাদের কর্মস্থলে যোগ দিতে পারেন সেজন্য সবার সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়।
পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যরা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা যাতে নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সব শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করছে।
বিবৃতিতে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে তার সত্যতা পাওয়া যায়নি দাবি করে গুজবে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়।