মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২৩:৫৩, ৭ আগস্ট ২০২৪

পুলিশের ভূমিকার জন্য দেশবাসীর কাছে আইজিপির দুঃখ প্রকাশ

পুলিশের ভূমিকার জন্য দেশবাসীর কাছে আইজিপির দুঃখ প্রকাশ
মো. ময়নুল ইসলাম

বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দলোন ঠেকাতে পুলিশ যে ভূমিকা পালন করেছে সেটা কোনো পেশাদার বাহিনীর আচরণ নয় বলে মনে করেন বাহিনীটির নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এজন্য তিনি পুলিশের এই আচরণের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। 

বুধবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, 'বর্তমান বৈষম্যবিরোধী যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত।’

এই ঘটনার জন্য পুলিশের কিছু কর্মকর্তা দায়ী মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের কতিপয় উচ্চাভিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত ও নিগৃহীত হয়েছেন।’

আইজিপি জানান, পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন যে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএন, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্সসহ সকল পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারদের নিজ এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করতে বলা হয়েছে, যারা বর্তমান সময়ে নিরাপত্তা বিধানে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়