রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১, ৬ আগস্ট ২০২৪

থমথমে সচিবালয়

থমথমে সচিবালয়
সচিবালয়

ছাত্র ও জনতার আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সমর্থিত সরকারের। শেখ হাসিনা সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর দেশ ছাড়েন তিনি। গা ঢাকা দিয়েছেন মন্ত্রী-এমপিরা।

এ অবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে সচিবালয়ে। পোষাকে কোনো পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

খবর নিয়ে জানা যায়, সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। পুনরায় সংগঠিত হচ্ছেন বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, মন্ত্রীদের নেইম-প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরেই দেখা যায়নি। কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্কের চাপ দেখা গেছে।

উল্লেখ্য, গতকাল শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে ক্ষমতায় বসেছিলেন তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়