বুধবার ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:০৭, ৩ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল শহীদ মিনার

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল শহীদ মিনার
সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দেখা যায়। 

রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে সরকারের পদত্যাগসহ নানা স্লোগান দিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হচ্ছেন তারা। দুপুর আড়াইটার আগেই শহীদ এলাকা লোকারণ্য হয়ে যায়। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠেছে পুরো শহীদ মিনারসহ আশপাশ এলাকা। সেখানে রিকশা চালকদেরও স্লোগান দিতে দেখা যায়।

এ সময় আন্দোলনকারীরা পুলিশ, সরকার ও আওয়ামী লীগ-ছাত্রলীগকে উদ্দেশ্য করে স্লোগান দেন।

জনপ্রিয়