জগন্নাথের দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে কোটাবিরোধী আন্দোলনকারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীদের আটকের এ ঘটনা ঘটে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিলো। সকাল থেকেই মানুষজন জড়ো হলে সরিয়ে দিচ্ছিলো পুলিশ। পরবর্তীতে বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে জবির প্রধান ফটকের সামনে থেকে দুই জন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ।
তারা হলেন- কম্পিউটার সায়েন্সের বিভাগের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল।
তবে শিক্ষার্থীদের তুলে নেওয়ার এ বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
কোতয়ালী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতবর জানান, ক্যাম্পাস বন্ধ থাকার পরও তারা ক্যাম্পাসের আশপাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। তাদের মোবাইলে আন্দোলনের ছবি পাওয়া গেছে। যাচাই-বাছাই করে তারপর ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার সঙ্গে থানায় কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেবে পুলিশ। সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়েছে।