শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৫৮, ১৫ জুলাই ২০২৪

তিউনিস প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

তিউনিস প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
সংগৃহীত

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় তিউনিসার প্রেসিডেন্ট প্রাসাদ কার্থেজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পরিচয়পত্র পেশ করা হয়।

লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস জানায়, তিউনিস প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ ও তিউনিসিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মন্ত্রী পর্যায়ে সফর বি‌নিময়সহ অতীতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, উভয় দেশ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সহযোগিতামূলক সম্পর্ক উপভোগ করে।

রাষ্ট্রদূত বাংলাদেশের তৈ‌রি পোশাক, ফার্মাসিউটিক্যালস, চামড়া, প্লাস্টিক, পাট এবং পর্যটনের মতো ক্ষেত্রগুলোতে বাণিজ্যের সুযোগের বিষয়‌টি তু‌লে ধরেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বিটুবি যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

রাষ্ট্রদূত চুক্তিভিত্তিক চাষাবাদ, ভিসা অব্যাহতি এবং যৌথ রাজনৈতিক পরামর্শের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগের ওপর জোর দেন। তিনি মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনের জন্য তিউনিসিয়ার গঠনমূলক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান।

জনপ্রিয়