শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৪১, ২৭ জুন ২০২৪

সাদেক এগ্রোর উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি

সাদেক এগ্রোর উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি
সংগৃহীত

ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালিয়ে উচ্ছেদকৃত মালামালগুলো নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং ও নবীনগর হাউজিংয়ের সাদেক এগ্রোর দুই স্থাপনায় অভিযান চালানো হয়।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে জব্দ করা মালামাল উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন ৬৭ হাজার ৫০০ টাকা সকল মালামাল কিনে নিয়েছেন। তাকে দ্রুত সময়ের মধ্যে নিলামে কেনা মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।

সিটি করপোরেশন আগামীকালসহ তিনদিন অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাবে বলে জানা যায়।

জনপ্রিয়