বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:১১, ২৪ জুন ২০২৪

বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন মারা গেলেন

বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন মারা গেলেন
ডা. জামাল উদ্দিন

মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন খলিফা। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাবেক পরিচালক ছিলেন।

সোমবার (২৪ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

জামাল উদ্দিন খলিফার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিনের মৃত্যুতে বিএসএমএমইউ পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এদিকে বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিনের নামাজে জানাজা বঙ্গবন্ধু বিএসএমএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, ব্রাদার, টেকনোলজিস্ট, কর্মচারীরা অংশ নেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়