বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:১৫, ১৬ জুন ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে  একদিনে ৩ কোটি ৬৫ লাখ টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে  একদিনে ৩ কোটি ৬৫ লাখ টাকার টোল আদায়
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার উদযাপনে ঘরমুখো মানুষেরা ঈদ পালন করার জন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছে মানুষ।  এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।

রবিবার (১৬ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার গত ২৪ ঘণ্টায় তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা আদায় করে সেতু উদ্বোধনের ২৬ বছরে নতুন রেকর্ড সৃষ্টি করে। ওই দিন ৫৩ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়েছে। সেতু উদ্বোধনের পর এর চেয়ে বেশি টোল কখনো আদায় হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘এবারের ঈদ যাত্রায় গত ২৪ ঘণ্টায় তিন কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এতে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়। এটি সেতু উদ্বোধনের টোল আদায়ে দ্বিতীয় রেকর্ড।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়