বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড
পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষেরা বাড়ি ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেড়েছে।
এর ইফলে ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়। গত ২৪ ঘণ্টায় পরিবহন পারাপার হয়েছে ৫৩ হাজার ৭০৮টি।
এর বিপরীতে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হয়েছে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এটি সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ হার বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এর আগে ২০২৩ সালে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
আ/ম