রাজধানীতে যেসব এলাকায় বসবে কোরবানির পশুর হাট
আসন্ন ঈদুল আজহায় রাজধানীতে কোরবানি'র জন্য ১৯টি পশুর হাট এই বার বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
এরই মধ্যে দুটি স্থায়ীসহ ১২টি হাটের ইজারার কার্যক্রম শেষ। পাশাপাশি এবারও ই-হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি হাটের ইজারা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে। এ ছাড়া হাটের বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিবছরই কোরবানিতে ই-হাটের মাধ্যমে প্রচুর পশু বিক্রি হচ্ছে। এবারও এই সাড়া থাকবে ব্যাপক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশুর হাট :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থায়ী পশুর হাট গাবতলী, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, ভাটারা সূতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮নং ওয়ার্ড, আফতাবনগর (এখন পর্যন্ত হাট বসানোয় স্টে-অর্ডার রয়েছে), মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট, মোহাম্মদপুর বছিলা। এরই মধ্যে ছয়টি হাটের ইজারা শেষ।
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থায়ী পশুর হাট সারুলিয়ায়। এ ছাড়াও বসছে আরও দশটি হাট। উত্তর শাহজাহানপুর, লেদার টেকনলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ যাত্রাবাড়ী, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা লালবাগ, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে। দক্ষিণেরও এ পর্যন্ত ইজারা হয়েছে ছয়টি।
ঈদের আগের পাঁচদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু কেনা-বেচা, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। হাটের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র।
আ/ম