শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:১৮, ৩ জুন ২০২৪

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন আইএফআরসি প্রেসিডেন্ট

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন আইএফআরসি প্রেসিডেন্ট
সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তের দেখতে খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) প্রেসিডেন্ট কেট ফোর্বস। 

সোমবার (৩ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল রোববার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার কয়রা উপজেলায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে পরিবার প্রতি ১টি হাইজিন কিট, ১টি মশারি, ২টি তারপলিন ও ২টি করে জেরিক্যান বিতরণ করেন।

কেট ফোর্বস এরপর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নিরাপদ পানি বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশিদুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এমইউ কবীর চৌধুরী, আইএফআরসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক আলেক্সান্ডার ম্যাথিউ, সিনিয়র কমিউনিকেশনস উপদেষ্টা ‍সুসান মালান্দ্রিনো।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুজ্জামান ও সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আলাদিনের চেরাগ নেই, ঘষা দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে : বাণিজ্য উপদেষ্টানিজ বাসা থেকে শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যাক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুলরক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর এলএনজি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এ সময়ে দেশের কোথাও কোথাও গ্যাসের স্বল্পচাপ থাকবে : পেট্রোবাংলাচট্টগ্রাম আদালত ভবন থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দাখিলমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি ২৩ জানুয়ারিআলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান, বকশীবাজার-চকবাজার রোডে যান চলাচল বন্ধসাভারের ফুলবাড়িয়ায় বাসের ধাক্কায় আগুন লেগে অ্যাম্বুলেন্সের ৪ যাত্রীর মৃত্যু, আহত ৭আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব