বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২০:০১, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড়ে ৪৫ জেলায় মোবাইল অপারেটরদের ৮৪১০ সাইট অচল

ঘূর্ণিঝড়ে ৪৫ জেলায় মোবাইল অপারেটরদের ৮৪১০ সাইট অচল
সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের কারনে সারাদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দেশের ৪৫টি জেলার ৮ হাজার ৪১০টি মোবাইল অপারেটর সাইট অচল হয়ে পড়েছে। এরই ফলে উপকূলীয় বিভিন্ন অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে হতে দেখা যাচ্ছে।

সোমবার (২৭ মে) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলে আঘাত করেছে এবং এর গতিপথ ধরে দেশের বিভিন্ন এলাকায় ল্যান্ডফল করেছে। এর প্রভাবে উপকূলসহ বিভিন্ন জেলাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল অপারেটরদের সাইটগুলো থেকে দুর্যোগকবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে। এতে করে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে জনসাধারণের সঙ্গে টেলিযোগাযোগ সম্ভব হবে না।

তিনি আরও জানান, দেশের ৪৫ জেলার সব মোবাইল অপারেটরের ৮ হাজার ৪১০ সাইটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অচল হয়ে পড়েছে। এসব সাইটে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা জরুরি।

সেজন্য দুর্যোগ জরুরি সেবা হিসেবে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে উপকূলীয় জেলাসহ সব জেলায় বিদ্যুৎ প্রবাহ করে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় দ্রুত বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

আ/ম

জনপ্রিয়