শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:২৬, ২৭ মে ২০২৪

দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিম্নচাপে পরিণত

দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিম্নচাপে পরিণত
সংগৃহীত

দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর ফলে ঢাকা ও তার আশেপাশের এলাকায়। প্রচুর বৃষ্টি আর দমকা হাওয়া বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ মে) সকাল পৌনে ১১টায় আবহাওয়ার ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আলাদিনের চেরাগ নেই, ঘষা দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে : বাণিজ্য উপদেষ্টানিজ বাসা থেকে শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যাক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুলরক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর এলএনজি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এ সময়ে দেশের কোথাও কোথাও গ্যাসের স্বল্পচাপ থাকবে : পেট্রোবাংলাচট্টগ্রাম আদালত ভবন থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দাখিলমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি ২৩ জানুয়ারিআলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান, বকশীবাজার-চকবাজার রোডে যান চলাচল বন্ধসাভারের ফুলবাড়িয়ায় বাসের ধাক্কায় আগুন লেগে অ্যাম্বুলেন্সের ৪ যাত্রীর মৃত্যু, আহত ৭আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব