বিনিয়োগ সেবা বিলম্বের সুযোগ নেই : সালমান এফ রহমান
বাংলাদেশের উন্নয়নের জন্য বিনিয়োগ সেবা বিলম্ব করার কোন সুযোগ নেই, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
রবিবার (২৬ মে) আগারগাঁয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ।
বিনিয়োগ সেবা স্বচ্ছ ও দ্রুত প্রদান করার জন্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়ে সভায় সালমান ফজলুর রহমান বলেন, দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ সেবা বিলম্ব করার কোন সুযোগ নেই, তাই বিনিয়োগ সংক্রান্ত সব সেবাকে দ্রুতই বিডা ওএসএস যুক্ত হতে হবে। যাতে বিনিয়োগকারীদের সেবা গ্রহণের জন্য অন্য কোন অফিস বা দপ্তরে না যাওয়া লাগে।
বর্তমান যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি সেখানে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আমাদের যাবতীয় প্রতিবন্ধকতা দূর করতে হবে। এই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান ( সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া বলেন, ভিয়েতনাম ২৯ দিনে, ইন্দোনেশিয়া ৪৮ দিনে এবং ৬০ দিনে বিনিয়োগ সংক্রান্ত সেবাগুলো প্রদান করে, বর্তমানে আমরা বিডা ওএসএসের মাধ্যামে ১২৪ সেবা প্রদান করছি। আশা করি আগামী দুই তিন মাসের মধ্য বিনিয়োগের সব সেবা বিডা ওএসএসে যুক্ত করতে পারবো। তখন বিনিয়োগ সেবাগুলো আরও দ্রুত প্রদান করা সম্ভব হবে, এমনকি এক মাসের মধ্যে সব বিনিয়োগ সেবা প্রদান করা যাবে।
সভায় বিডার নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় বিভিন্ন মন্ত্রনালয়/বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এসময় নিজ নিজ দপ্তরের পক্ষে মতামত সহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
আ/ম