১৩০ প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে ৫৮টি টিম বাজার তদারকির মাধ্যমে ১৩০টি প্রতিষ্ঠানকে ২১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলায় খুচরা, পাইকারি, আড়ত ও রিফাইনারি পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৪টি টিম বাজার তদারকি করে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৫টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আ/ম