বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৫২, ২২ মে ২০২৪

মিয়ানমারের সংঘাত পরিস্থিতিতে গভীর উদ্বেগ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মিয়ানমারের সংঘাত পরিস্থিতিতে গভীর উদ্বেগ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার
সংগৃহীত

মিয়ানমারের সংঘাত পরিস্থিতির নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তারা শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং ভীতি ও হস্তক্ষেপ থেকে মুক্ত একটি অঞ্চল দেখতে চেয়েছেন।

বুধবার (২২ মে) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সিনেটর পেনি ওং মঙ্গলবার (২১ মে) ঢাকায় প্রথম মন্ত্রী পর্যায়ের সংলাপ করেন।

তারা ৫০ বছরেরও বেশি কূটনৈতিক সম্পর্ক ও জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করেন। তারা স্বীকার করেন যে রাজনৈতিক পর্যায়ে উচ্চ পর্যায়ের সফর সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করতে পারে।

উভয় দেশের মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান কৌশলগত গভীরতার প্রশংসা করেছেন। তারা বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ইন্দো-প্যাসিফিক আউটলুক এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসিয়ান আউটলুকের মধ্যে সামঞ্জস্য উল্লেখ করেছেন।

উভয় দেশের মন্ত্রী ইন্দো-প্যাসিফিকের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, নৌ-চলাচল স্বাধীনতা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা হুমকি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সাইবার অপরাধ এবং মানব পাচার প্রতিরোধসহ সমসাময়িক চ্যালেঞ্জের বাস্তব সমাধানের জন্য একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের উদারতা স্বীকার করেছে অস্ট্রেলিয়া।

আ/ম

জনপ্রিয়