নগরের দরিদ্র জনগোষ্ঠী পাবে উন্নত আবাসন: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, নগরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, পরিকল্পিত নগর উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে চলেছে সরকার।
মন্ত্রী বলেন, নগরের দরিদ্র জনগোষ্ঠীর আবাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরের পরিবর্তন করে যথাযথ সুযোগ সুবিধা বাড়িয়ে পরিকল্পিতভাবেই নগরায়নের উদ্যোগ নেওয়া হবে।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, সমস্ত নগরায়ণ হচ্ছে অপরিকল্পিতভাবে। এক্ষেত্রে কোন কোন জায়গায় ঘাটতি আছে- তা দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেসব কার্যক্রম এখন চলমান তা চলবে। নতুন করে যা কিছু হবে- তা পরিকল্পনা করেই হবে।
এই লক্ষ্যে সংশ্লিষ্টদের সব কার্যক্রম তদারকি করা হবে জানিয়ে তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোকবল কম। বিভিন্ন অনিয়ম তদারকির পাশাপাশি উন্নয়নমূলক কাজও করেন তারা। সেখানে নিয়মতান্ত্রিক উপায়ে যাতে কার্যক্রম পরিচালিত হয় সেটি দেখা হবে।
গণপূর্তমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে সরাসরি কোনো কাজ করে না গণপূর্ত মন্ত্রণালয়। তবে পরিবেশবান্ধব নগরায়ণে গুরুত্ব দিয়েছে দেশটি। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি।
সিপিডির সঙ্গে আলোচনাও নগরায়ণের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির। তিনি বলেন, তারা দরিদ্রদের সমস্যা মাথায় রেখে নগর পরিকল্পনা করার ওপর গুরুত্ব দিয়েছে। মন্ত্রণালয় সেটি বিবেচনায় নিয়ে কাজ করবে।