বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:২৬, ১৩ মে ২০২৪

প্রযুক্তি খাতে শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতার আগ্রহ ফ্রান্সের

প্রযুক্তি খাতে শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতার আগ্রহ ফ্রান্সের
সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য-প্রযুক্তি খাতে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। 

সোমবার (১৩ মে) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ শেষে এই আগ্রহের কথা জানিয়েছে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

এই বৈঠকে প্রযুক্তি খাতসহ অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশে এক সঙ্গে কাজ করার ব্যাপারে ও  আলোচনা হয়েছে।

এ সময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী পলক বলেন, প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধি করতে দুই দেশ কাজ করবে। এয়ারবাস থেকে প্রযুক্তি শিক্ষায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। ভবিষ্যতে স্যাটেলাইট এক সঙ্গে তৈরিতে দুই দেশ একযোগে কাজ করবে বলেও জানান তিনি।

আ/ম

জনপ্রিয়