শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:০২, ১২ মে ২০২৪

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার
সংগৃহীত

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক ১জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতর নাম সিজান হোসেন (১৯)। তিনি জয়পুরহাটের পাঁচবিবির হরেন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে যশোর জেলার কোতয়ালী থানাধীন শেখহাটি, বাবলাতলা এলাকা হতে তাদের'কে গ্রেফতার করা হয়।  এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন ও ৩ টি সিমকার্ড জব্দ করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সামাজিক মাধ্যমে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। 

এছাড়া উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদেরকে উগ্রবাদের দিকে আহব্বান করে আসছিলেন। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ/ম

জনপ্রিয়