শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৫৩, ২৯ এপ্রিল ২০২৪

চীন থেকে আরও যন্ত্রপাতি আনা হবে : কৃষিমন্ত্রী

চীন থেকে আরও যন্ত্রপাতি আনা হবে : কৃষিমন্ত্রী
সংগৃহীত

চীন থেকে অনেক যন্ত্রপাতি এনেছি ও আরো আনবো। আমাদেরকে আরও যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করলে চীন। বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।

সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা আরও বাড়াবে। আমরা চীন থেকে অনেক যন্ত্রপাতি আনছি, সেটি আরও বাড়াব।

তিনি বলেন, আমরা হারভেস্টার, পাওয়ার টিলার চাই, উৎপাদন বাড়াতে যেগুলো প্রয়োজন তা আমরা আমদানি করব ডিসকাউন্ট প্রাইসে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশ থেকে মিষ্টি আম নিতে তারা খুবই আগ্রহী। আমের কথা বলেছি এ জন্য যে, এটা সব দেশের মানুষেরই ভালো লাগে। তারা আমাদের উন্নয়নের অংশীদার। তারা আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে, ফ্লাইওভার করছে। তারা অনেক কাজ করছে এ দেশে।

আ/ম

জনপ্রিয়