ডিআইইউতে ১০ শিক্ষার্থীর বহিষ্কার: ইউজিসি’তে অবস্থান নেবে ডিইউজে
সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা করার দায়ে সাময়িক বহিস্কার হওয়া ১০ শিক্ষার্থীর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইউজিসিতে অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)৷ একইসঙ্গে অবিলম্বে এ বহিস্কারাদেশ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা চর্চার সুযোগ নিশ্চিত করা না হলে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা৷
বুধবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে "ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির" ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়৷
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকতা করার দায়ে সাময়িক বহিষ্কার করে যে অবিচার করা হয়েছে সে সম্পর্কে আমি একটু আগে ভিসিকে কল করেছিলাম৷ তিনি কল রিসিভ করেননি৷ এই ধরনের অপরাধ কিছুতেই সহ্য করা যায়না৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা রয়েছে৷ সাংবাদিকতা করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের এই ঘটনা আমি কখনোই শুনিনি৷ বিশ্ববিদ্যালয়ের এই ধরণের অন্যায় সহ্য করা হবেনা৷
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিকৃষ্ট কাজ করেছে। তিনি শামীম হায়দার পাটোয়ারীকে সতর্ক করে বলেন, অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে, অফিস নয়, বাড়িও ঘোরাও করা হবে এবং কতৃপক্ষের নগ্ন চেহারা তুলে ধরা হবে।
এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবশ্যই অনিয়ম হচ্ছে। এজন্য সাংবাদিকদের সাংবাদিকতা করতে দিচ্ছে না। ছাত্রদের বহিস্কারাদেশ অবশ্যই প্রত্যাহার করতে হবে, একইসাথে তাদের সাংবাদিকতা করতে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা না গেলে এর পরিণাম ভালো হবেনা।
বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব ঢাকা ইন্টারন্যাশনাল ইউভার্সিটির কতৃপক্ষকে হুশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের ট্রেনে আমরা উঠেছি, আন্দোলন শুরু হয়ে গেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা ভয় পাবেন না। এটার শেষ দেখে ছাড়বো। জয় আমাদের হবেই।
মানববন্ধনে আরও বক্তব্য দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাজেদা হক, সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টাস ইউনিটি'র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সহ অনেকে।
আ/ম