আজ থেকে আবারও শুরু সংবাদ পরিক্রমার কার্যক্রম
প্রায় দীর্ঘ ৮ দিন বন্ধ থাকার পর আবার পুনঃরায় চালু হলো অনলাইন সংবাদ মাধ্যম সংবাদ পরিক্রমা'র কার্যক্রম।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দীর্ঘ ৮ দিন ওয়েবসাইট বন্ধ থাকার পর পুনঃরায় চালু হয়। গত ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টেকনিক্যাল সমস্যার কারণে বন্ধ থাকে অনলাইন সংবাদ মাধ্যম সংবাদ পরিক্রমা।
এ বিষয়য়ে সংবাদ পরিক্রমার চেয়ারম্যান শেখ সানজিদা বলেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এতোদিন অনলাইন পোর্টাল সংবাদ পরিক্রমা বন্ধ থাকায়। এই সময়ে যারা সবসময়ই আমাদের পাশে ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।