আদালতে কাঠগড়ায় ইনু-মেনন, ইনুর মন্তব্য: ‘দিন আমাদেরও আসবে’

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে হাজির হন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগের সহযোগী এই দুই দলীয় নেতা বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছেন পুলিশ হেফাজতে।
শুনানির সময় আদালতের কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন ইনু ও মেনন। এক পর্যায়ে হাসানুল হক ইনু মুচকি হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে’। উত্তরে কিছু না বললেও মুচকি হাসিতে সাড়া দেন রাশেদ খান মেনন।
মেনন মুখে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনানিতে অংশ নিচ্ছিলেন। তার আইনজীবী জানান, মেনন বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং ৮৩ বছর বয়স হওয়ায় আগামীকাল তাকে হাসপাতালে নেয়া হতে পারে।
শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তায় তাদের আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একাধিক মামলায় রিমান্ডে আছেন ইনু ও মেনন। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার নানা আলোচনা চলছে।