কোট-গাউন ছাড়া মামলা পরিচালনার অনুমতি চেয়ে চিঠি

গরমের মাত্রা বেড়ে যাওয়ার কারনে কোট গাউন ছাড়া সাদা শার্ট, সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করে মামলা পরিচালনার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে ঢাকা বার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১৮ মার্চ) অ্যাসোসিয়েশনটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়েছে।
ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিঠিটি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে পৌঁছানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতি এশিয়া মহাদেশের বৃহত্তম আইনজীবী সমিতি। বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ৩১ হাজার ৩৬৫ জন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় উষ্ণতার কারণে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইনজীবীরা গরমে সীমাহীন কষ্ট ভোগ করছেন। বিশেষ করে, শুনানিসহ মামলার অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় এবং চারটি এজলাস কক্ষ ব্যতীত অন্যান্য এজলাস কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় অনেক গরম অনুভূত হয়। ফলে, মামলার কার্যক্রম পরিচালনা করতে খুবই অসুবিধা হচ্ছে।
উল্লেখ্য, প্রচণ্ড গরমে গত বছর কোর্ট অঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় হিটস্ট্রোক করে অ্যাডভোকেট শফিউল আলম (৪২) মারা গিয়েছিলেন। তা ছাড়া, তীব্র তাপদাহের কারণে প্রতিনিয়ত আইনজীবীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং আইনজীবীদের মধ্যে হিটস্ট্রোকের ভীতি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, তীব্র তাপপ্রবাহ আরও বৃদ্ধি পেতে পারে। তাই, আইনজীবীদের শুধু সাদা শার্ট, সাদা শাড়ি/সালোয়ার কামিজ (কালো কোর্ট ব্যতীত) ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করে মামলা পরিচালনার অনুমতির জন্য সব আইনজীবীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।