এবার মতিউরের মেয়ে ইপ্সিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা!
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমানের ইপ্সিতার এবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একইসঙ্গে তার আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, দুদক পৃথক দুটি আবেদনে ইপ্সিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, ইপ্সিতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসদুদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে দুই কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়া জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখল করছেন।
এজন্য গত ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২), ২৭(১) এবং দন্ডবিধি ১৮৬০ এর ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশগমণ রহিত করা প্রয়োজন। এছাড়া তার আয়কর নথি পর্যালোচনায় তা জব্দের অনুমতি প্রয়োজন।