বুধবার ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:০৬, ৬ জানুয়ারি ২০২৫

দুদকের মামলায় গ্রেফতার পলক-জ্যোতি ও হেনরী

দুদকের মামলায় গ্রেফতার পলক-জ্যোতি ও হেনরী
সংগৃহীত

বাংলাদেশের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জান্নাত আরা হেনরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে দুদকের করা আবেদন মঞ্জুর করা হয়েছে। 

গত ১ জানুয়ারি পৃথক দুই আবেদনে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে তদন্ত কর্মকর্তারা। বিধি মোতাবেক আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা হয়। দুদকের প্রসিকিউশন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, তাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। বিচারক তা নামঞ্জুর করেছেন। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

জনপ্রিয়