বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২১:১৭, ২৮ নভেম্বর ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল

ইসকন নিষিদ্ধের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল
সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. খালিদ হোসেনের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ, অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, হাবিবুর রহমান, সাজেদুল ইসলাম রুবেল, মমিনুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

নুরে এরশাদ সিদ্দিকী বলেন, নতুন বাংলাদেশে আইনজীবীরা নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। সরকারি আইন কর্মকর্তাগণ হত্যার শিকার হলে ন্যায়বিচার বিঘ্নিত হবে। আইন আদালতের প্রতি সাধারণ জনগণের আস্থা কমে যাবে। তাই অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে।

ইসকনকে আন্তর্জাতিক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, ইসকন একটি আন্তর্জাতিক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। মানববন্ধন শেষে আইনজীবী অধিকার পরিষদ সুপ্রিম কোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়