হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নাগরিক কমিটির অভিযোগ
মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এ অভিযোগ দাখিল করা হয়।
উল্লেখ্য, জুলাই বিপ্লবে প্রায় দেড় হাজার ছাত্র জনতা শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হন। গুরুতর আহত হয়ে এখনও অনেকেই ভর্তি আছেন হাসপাতালে।
ইতোমধ্যে আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।