বার কাউন্সিল পরীক্ষার সংস্কারের ৫ দফা দাবি শিক্ষানবিশ আইনজীবীদের
৫ দফা দাবিতে বাংলাদেশ বার কাউন্সিল, প্রেসক্লাব ও বাংলাদেশ সচিবালয়ের অভিমুখে র্যালী ও সমাবেশ করেছে সারা দেশের বৈষম্যবিরোধী শিক্ষানবিশ আইনজীবী।
সোমবার (২৫ আগষ্ট) বাংলাদেশ বার কাউন্সিল এর সামনে প্রত্যেক জেলা থেকে শিক্ষানবিশ আইনজীবীরা বার কাউন্সিল প্রাঙ্গণে এসে একত্রিত হয়। সেখান থেকে তারা প্রেসক্লাবের উদ্দেশ্য যাত্রা শুরু করেন।
এসময় তারা বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করার লিখিত পরীক্ষা বাতিল, এমসিকিউ পরীক্ষা ৪০ নম্বরে হতে হবে এবং নেগেটিভ মার্কিং বাতিল, প্রতি বছর কমপক্ষে দুটি পরীক্ষা নেওয়া ও আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা শুধু বার কাউন্সিলের অধীনে নেওয়া, জুডিশিয়ারিকে পরীক্ষার সম্পৃক্ততা থেকে অবিলম্বে অব্যবহিত দেয়া, ২০১২ সালের কালো আইন বাতিল, একবার পাস করলে আর পরীক্ষা না দেওয়া সহ বিভিন্ন দাবি জানান।