রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:৫৫, ১০ জুলাই ২০২৪

কোটা নিয়ে দুই আবেদনের শুনানি আজ

কোটা নিয়ে দুই আবেদনের শুনানি আজ
সংগৃহীত

বাংলাদেশে সরকারি চাকরিতে (৯ম থেকে ১৩তম গ্রেড) কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে আজ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জুলাই) সকালে এই সময় নির্ধারণ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, দুটি আবেদনই আজ বেলা সাড়ে ১১টায় শুনানির জন্য নির্ধারণ করেছেন আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনকরা শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আল সাদী ভুইয়া ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাঈদ খান। এরমধ্যে আল সাদী ভুইয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়