বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ২২:৫২, ২৯ মার্চ ২০২৫

ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশুর জন্ম

ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশুর জন্ম
সংগৃহীত

চারদিকে ধ্বংসযজ্ঞ। মৃত্যুর বিভীষিকা। এর মধ্যে দিয়েই জন্ম নিল একটি শিশু। চিৎকার করে জানান দিল নিজের অস্তিত্ব। জীবনের হাহাকারের মধ্যে সহসাই আনন্দে উদ্বেল হয়ে উঠল চারপাশ।

শুক্রবার (২৮ মার্চ) সকালে পর পর দুটি ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কম্পন অনুভূত হয় চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামেও। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে।

ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ৩০ তলা নির্মাণাধীন ভবনসহ বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। প্রাণ বাঁচাতে দিগ্বিবিদিক ছুটাছুটি শুরু করে মানুষ। এই বিপর্যয়ের মধ্যেই ব্যাংককের রাস্তায় একটি শিশুর জন্ম দেন এক নারী।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ওই প্রসূতি মা। এর মধ্যেই ভূমিকম্পে কেঁপে ওঠে চারপাশ। রীতিমতো দুলতে থাকে ভবনগুলো। এমন পরিস্থিতিতে পড়িমরি করে হাসপাতালের সব রোগীকে নিচে রাস্তায় নামিয়ে আনা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়