বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৪:২৭, ৬ মার্চ ২০২৫

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখল চায় ভারত : জয়শঙ্কর

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখল চায় ভারত : জয়শঙ্কর
সংগৃহীত

অর্ধযুগ আগে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মিরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব জারি করে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরেরও নিয়ন্ত্রণ করে নেওয়া।

বুধবার (৬ মার্চ) ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে
দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

কাশ্মির ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ‘এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি, ইতোমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা (সংবিধানের) ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মিরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সেক্ষেত্রে কাশ্মির ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিই এ সংকটের চূড়ান্ত সমাধান।’

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের শেষ রাজা হরি সিং চেয়েছিলেন, এই অঞ্চল স্বতন্ত্র থাকবে। কিন্তু পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে তিনি ভারতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর জম্মু-কাশ্মীরের ৪৩ শতাংশ ভারতের, ৩৭ শতাংশ পাকিস্তানের এবং ২০ শতাংশ চীনের দখলে চলে যায়। ভারতের অধীনে থাকা অংশে ৩৭০ ধারা অনুযায়ী স্বায়ত্তশাসন ছিল, যা ২০১৯ সালে বিজেপি সরকার বাতিল করে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়