সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১২:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ইউক্রেনে দেওয়া মার্কিন সহায়তা ছিল অনুদান, ঋণ নয়: জেলেনস্কি

ইউক্রেনে দেওয়া মার্কিন সহায়তা ছিল অনুদান, ঋণ নয়: জেলেনস্কি
সংগৃহীত

টানা তিন বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি জানায়, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অনুদান হিসাবে প্রদান করা হয়েছিল, ঋণ নয় বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন। পূর্ব ইউরোপের এই দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ৫০০ বিলিয়ন ডলার সহায়তাকে ঋণ হিসাবে বিবেচনা করা উচিত এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি।

তিন বছর ধরে চলমান এই যুদ্ধের সময় ওয়াশিংটন কিয়েভকে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বলে জেলেনস্কি একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন।

জেলেনস্কি বলেন, “যদি এটি একেবারেই প্রয়োজন হয়” তাহলে তিনি তার পদটি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত এবং সেটি হলে তা তিনি কেবল (ইউক্রেনের) ন্যাটো সদস্যপদের বিনিময়েই করতে পারেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে “স্বৈরশাসক” বলে অভিহিত করায় তিনি ক্ষুব্ধ হননি। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প প্রশাসন চিরকালের জন্য ক্ষমতায় থাকবে না, “তবে আমাদের অনেক বছর ধরে শান্তি দরকার”।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়