বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৯:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয়দের সাথে বাংলাদেশিদের বিয়ের সংখ্যা বেড়েছে!

ভারতীয়দের সাথে বাংলাদেশিদের বিয়ের সংখ্যা বেড়েছে!
সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশ-ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। সীমন্তসহ নানা ইস্যু নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়। কিন্তু এই উত্তেজনা ‘আন্তঃদেশীয় বিয়ের’ হার কমাতে পারেনি; বরং ২০২৪ সালে আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১০০ বাংলাদেশি নারী ভারতীয় পুরুষদের সঙ্গে বিয়ের জন্য আবেদন করেছেন, পাশাপাশি ১১ বাংলাদেশি পুরুষও ভারতীয় নারীদের বিয়ের জন্য আবেদন করেছেন।

এছাড়া গত পাঁচ বছরে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত, প্রায় ৪৮৬ বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিকদের সঙ্গে বিয়ে করার জন্য আবেদন করেছেন।

এই পরিসংখ্যান প্রমাণ করে যে, রাজনৈতিক উত্তেজনা, সীমানার সমস্যা কিংবা ধর্মীয় পার্থক্য কিছুই এই সম্পর্কের মধ্যে বাধা হতে পারেনি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব আইন, যেখানে বিদেশি নাগরিকরা ভারতীয় নাগরিকদের বিয়ে করার মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারেন, এটি আরও সহজ করে দিয়েছে বিয়ের প্রক্রিয়া। ফলে বাংলাদেশি-ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়ে গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় নাগরিকদের বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ে করার প্রক্রিয়া সহজ করে দিয়েছে, যা এই বিয়ের প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে, বাংলাদেশি নারীরা, যারা ভারতের নাগরিকদের বিয়ে করছেন, তাদেরও ভারতে বসবাসের সুযোগ রয়েছে এবং নাগরিকত্ব লাভের সম্ভাবনা বেড়েছে।

উল্লেখ্য, ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, যদি কোনো বিদেশি ভারতীয় নাগরিককে বিয়ে করেন, তবে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেইসাথে, যদি কোনো শিশুর বাবা অথবা মা ভারতীয় হন, তখন ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে।

রেকর্ড অনুযায়ী, গত পাঁচ বছরে ৪১০ বাংলাদেশি নারী ভারতীয় পুরুষকে বিয়ে করেছেন এবং ৭৬ বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন। ২০২৪ সালে ১০০ বাংলাদেশি নারী, যাদের মধ্যে ৭৯ জন হিন্দু, ১৬ জন মুসলিম এবং ৫ জন খ্রিস্টান ভারতীয়দের বিয়ে করার জন্য আবেদন করেছেন।

অপরদিকে, ১১ বাংলাদেশি পুরুষের মধ্যে ৯ জন হিন্দু এবং ২ জন মুসলিম ভারতীয় নারীদের বিয়ে করার জন্য আবেদন করেছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়