শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৩:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ইস্যুতে মোদিকে দায়িত্ব দিলেন ট্রাম্প!

বাংলাদেশ ইস্যুতে মোদিকে দায়িত্ব দিলেন ট্রাম্প!
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদি বৈঠকের বেশিরভাগ জুড়েই ছিল মার্কিন বাণিজ্য যুদ্ধে ভারতের সাথে বোঝাপড়ার বিষয়। তবে আলোচনার প্রায় শেষ পর্যায়ে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে বাংলাদেশ ইস্যু।

আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পেছনে মার্কিন ‘ডিপ স্টেটের’ হাত ছিল কি-না- এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ লাভ নেই। তাই সরকার পতনের পেছনেও মার্কিন ডিপ স্টেটের কোনো অবদান নেই বলে জানান তিনি। 

তবে প্রতিবেশী ভারত কয়েক শতক ধরেই এই অঞ্চলের সঙ্গে ভূরাজনৈতিক পরিমণ্ডলে ওতপ্রোতভাবে জড়িত মন্তব্য করে বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়িত্ব দিতে চান ট্রাম্প।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প।

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে মার্কিন ব্যবসায়ী জর্জ সরসের ছেলে অ্যালেক্সের ঘনিষ্টতা দেখিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়টি ইঙ্গিত করেন ভারতীয় সেই সাংবাদিক।

তবে এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের ডিপ স্টেট এই ঘটনায় কোনো ভূমিকা পালন করেনি।’ 

এদিকে প্রশ্নের উত্তরে বিস্তারিত না জানালেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ‘শান্তি, স্থিতি, গণতন্ত্র, প্রগতি ও সমৃদ্ধি’ চায় বলে মন্তব্য করেন মোদি।

গেল বছর ৫ আগস্ট গণ-অভ্যুথানের মুখে পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া দিল্লি হাসিনার পতনের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই প্রথম কোনো বন্ধুত্বপূর্ণ মন্তব্য 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়