ব্যাংককে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৩
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩জন নিহত হয়েছেন। নিহত তিনজনই বিদেশি।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে ব্যাংককের জনপ্রিয় এলাকার কাছে অবস্থিত একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর তিন বিদেশি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় অন্য সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, ছয় তলা এম্বার হোটেলের পঞ্চম তলায় আগুন লাগার এই ঘটনা ঘটে। আগুনে ঘটনাস্থলেই একজন নারী মারা যান এবং আহত অবস্থায় দুই পুরুষকে হাসপাতালে নেওয়ার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়।
অবশ্য নিহতরা বিদেশি বলে জানা গেলেও তারা আসলে কোন দেশের নাগরিক তা এখনও নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ।
রয়টার্স বলছে, এম্বার হোটেলটি ব্যাংককের খাও সান এলাকার কাছে অবস্থিত যা ব্যাকপ্যাকারদের কাছে জনপ্রিয় এবং বার ও হোস্টেলের জন্য পরিচিত। ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট সোমবার সাংবাদিকদের বলেছেন, “আগুন লাগার খবরে কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, তবে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে।”
হোটেলটিতে ৭৫ জন ছিলেন, যাদের মধ্যে ৩৪ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্ত করা হচ্ছে বলে গভর্নর জানিয়েছেন। তিনি হোটেল এবং বিনোদন স্থানগুলোতে আগুন থেকে বাঁচার রাস্তাগুলো শহরব্যাপী সকল হোটেলে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, “আমাদের আস্থা সৃষ্টি করতে হবে এবং পর্যটকদের যত্ন নিতে হবে।”
রয়টার্স বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম মূল চালিকাশক্তি হচ্ছে পর্যটন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ১ ডিসেম্বর পর্যন্ত ৩ কোটি ২০ লাখ বিদেশি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন। যা এক বছরের আগের তুলনায় ২৮ শতাংশ বেশি। তারা ৪৩.৬ বিলিয়ন মার্কিন ডলার দেশটিতে ব্যয় করেছে।
করোনা মহামারির আগে ২০১৯ সালে দেশটিতে পর্যটক সংখ্যা প্রায় ৪০ মিলিয়নের রেকর্ডে পৌঁছেছিল।