পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৫
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীর হামলায় ৫জন নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের একটি বাঁধ নির্মাণ স্থাপনায় সন্ত্রাসী এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তা।
জানা যায়, জাতিগত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা প্রায়ই বেলুচিস্তানের বিভিন্ন স্থাপনায় এই ধরনের সন্ত্রাসী হামলা চালায়। চলতি মাসে ওই প্রদেশের একটি বেসরকারি কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় অন্তত ২১ শ্রমিকের প্রাণহানি ঘটে।
বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে লড়াই করছে তারা। এই প্রদেশে সোনা ও তামার খনি ছাড়াও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে। দেশটির এই বন্দরে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।
বেলুচিস্তানের সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, প্রদেশের পাঞ্জগুর এলাকার একটি নির্মাণ স্থাপনায় হামলায় পাঁচজন নিহত ও দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে সন্ত্রাসী এই হামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, এই ধরনের কাপুরুষোচিত হামলা বেলুচিস্তানের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতিতে কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গোষ্ঠীর মধ্যে সবেচেয়ে আলোচিত দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র এই গোষ্ঠী সম্প্রতি আধা-সামরিক বাহিনীর ঘাঁটিসহ অন্যান্য স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে।