শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ২১:০৫, ১৩ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
সংগৃহীত

মালয়েশিয়ার মেলাকার বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং-এ একটি নির্মাণাধীন তিনতলা ভবন ধসে একজন বাংলাদেশি শ্রমিক ও দুইজন পাকিস্তানি শ্রমিক আহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনা নিশ্চিত করে সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় ২২ বছর বয়সী জিদান নামের বাংলাদেশি শ্রমিক নিহত হন। তার মরদেহ স্থানীয় সময় রাত ৯.৫০ টায় উদ্ধার করা হয়।

ঘটনার সময় জিদানসহ তিন বিদেশি শ্রমিক কংক্রিটের কাজ করছিলেন, তারা ধ্বংসস্তূপে আটকা পড়েন। ৩২ এবং ৪৯ বছর বয়সী দুই পাকিস্তানি নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেন, তারা সন্ধ্যা ৬.১৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান যে নির্মাণাধীন ভবনের প্রথম তলা ভেঙে পড়ে গেছে।

এই উদ্ধার অভিযানে ৮১ জন ফায়ার ফাইটার ও কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

জনপ্রিয়