শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৫২, ২২ সেপ্টেম্বর ২০২৪

জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনের ইউএনজিএ শুরু

জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনের ইউএনজিএ শুরু
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ইউএনজিএ ৭৯তম অধিবেশন শুরু হয়েছে, যেখানে বিশ্বনেতারা বৈশ্বিক সংকট মোকাবিলার জন্য একত্রিত হচ্ছেন। অধিবেশনের মূল আলোচ্য বিষয়ে রয়েছে গাজায় চলমান যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং সুদানের গৃহযুদ্ধ। 

এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আপসের মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অচলাবস্থা অব্যাহত রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের ভেটো ক্ষমতা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে আটকে রাখছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেনের পক্ষে যে কোনো প্রস্তাব ভেটো করছে, এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলবিরোধী তীব্র প্রস্তাবগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

এ বছর অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বক্তব্য রাখবেন, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা উপস্থিত না থাকলেও উচ্চপদস্থ মন্ত্রীদের পাঠানো হবে।

এছাড়াও, জলবায়ু পরিবর্তন, সুদানের যুদ্ধ এবং বৈশ্বিক খাদ্য সংকটও এই অধিবেশনে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে। একই সঙ্গে, "Summit of the Future" শীর্ষক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং জলবায়ু সংকট নিয়ে একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা চলছে।

এই অধিবেশন বিশ্বব্যাপী সংঘাতের মধ্যে জাতিসংঘের প্রাসঙ্গিকতা পুনর্নির্ধারণের চ্যালেঞ্জকে স্পষ্ট করছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়