রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪৭
রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কেন্দ্রস্থল পোলতাভার একটি সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে ৪৭ জন নিহত এবং অন্তত ২০৬ জন আহত হয়েছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে অন্যতম মর্মান্তিক হামলা।
এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই প্রতিষ্ঠানে এবং কাছাকাছি একটি হাসপাতালে আঘাত হানে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হয়।
"এটি পুরো ইউক্রেনের জন্য একটি ভয়াবহ ট্র্যাজেডি। রাশিয়া আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ—আমাদের জীবন কেড়ে নিচ্ছে। আমরা এটি কখনও ভুলব না," বলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, যিনি সর্বশেষ নিহতের সংখ্যা ঘোষণা করেন। জরুরি সেবা কর্মীরা জীবিতদের উদ্ধারে এবং ধ্বংসস্তূপ পরিষ্কারে কাজ করছে। কর্মকর্তারা জানান, অনেক মানুষ বোমা শেল্টারে যাওয়ার চেষ্টা করার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের পশ্চিমা মিত্রদের প্রতি আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান পুনরায় জানান।
তিনি প্যাট্রিয়ট ও স্যাম্প/টি সিস্টেমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। জেলেনস্কি বলেন, "আমরা বারবার সবাইকে বলছি, যারা এই সন্ত্রাস থামানোর ক্ষমতা রাখে: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের প্রয়োজন ইউক্রেনে, কোনো গুদামে নয়।"
যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে সীমিত সংখ্যক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়া সত্ত্বেও, ইউক্রেন বারবার বলেছে যে এটি দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়। জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা সরবরাহে বিলম্ব মানুষের প্রাণহানি ঘটাচ্ছে এবং দেশকে যথাযথভাবে রক্ষা করতে বাধা দিচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা, যিনি পোলতাভা অঞ্চলের বাসিন্দা, সিএনএন-এর ক্রিস্টিয়ান আমানপুরকে এই আক্রমণের দ্রুততার বিষয়ে বলেন। তিনি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজনের কথা তুলে ধরে বলেন, "এগুলো প্রতিহত করার একমাত্র উপায় ছিল প্যাট্রিয়ট বা স্যাম্প/টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কারণ এগুলোই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম।"
জুন মাসে বাইডেন প্রশাসন ঘোষণা করেছিল যে, ইউক্রেনের টিকে থাকার জন্য দেশটিতে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কুলেবা উল্লেখ করেন, নতুন অস্ত্র যত দ্রুত সম্ভব আসতে হবে। তিনি বলেন, "আর কত মর্মান্তিক ঘটনা ঘটতে হবে যেন সমস্ত প্রতিশ্রুতি পূরণ হয় এবং নতুন প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হয়।"