শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ২৫ আগস্ট ২০২৪

টেলিগ্রামের সিইও পাভেল গ্রেপ্তার

টেলিগ্রামের সিইও পাভেল গ্রেপ্তার
সংগৃহীত

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনসূত্রে জানা যায়, বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের পুলিশ শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে।

এদিকে ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান জানিয়েছে, পাভেল তার প্রাইভেট জেটে করে ভ্রমণ করছিলেন। প্রাইভেট জেটটি লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করার পর তাকে আটক করা হয়।

৩৯ বছর বয়সী পাভেলকে জনপ্রিয় এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস বলছে, পাভেলকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সে রুশ দূতাবাস প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়। টেলিগ্রামের তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য জোরাজুরি করা হলে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন পাভেল। এরপর থেকে দুবাই থেকেই অ্যাপটি পরিচালিত হচ্ছিল।

২০১৮ সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করে, ২০২১ সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়