রাশিয়ার পূর্ব উপকূলে ৭.০ মাত্রার ভূমিকম্প
রাশিয়ার পূর্ব উপকূলে ৭.০ মাত্রার ভূমিকম্পের পর শিভেলুচ আগ্নেয়গিরি অগ্নুৎপাত করেছে, যার ফলে আকাশে মাইলের পর মাইল ছাইয়ের প্রলেপ ছড়িয়ে পড়েছে। রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, রবিবার সকালে স্থানীয় সময়ে আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) উঁচু পর্যন্ত ছাই উদগীরণ করে এবং একই সাথে লাভা নির্গত করে।
শিভেলুচ আগ্নেয়গিরিটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ২৮০ মাইল দূরে অবস্থিত, যা রাশিয়ার কামচাটকা অঞ্চলের একটি উপকূলীয় শহর। শহরটির জনসংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ৫৫ মাইল দূরে এবং ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৩০ মাইল।
ভূমিকম্পের ফলে কোনো "বড় ধরনের ক্ষতি" হয়নি বলে তাস (রাশিয়ান বার্তা সংস্থা) জানিয়েছে, তবে সামাজিক সুবিধা স্থাপনাগুলোর বিশেষ নজরদারি সহকারে ভবনগুলো এখন ক্ষতির জন্য পরীক্ষা করা হচ্ছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এই কম্পনের কারণে সুনামি সতর্কতা জারি করেনি বলে তাস জানিয়েছে। এর আগে, মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ৩০০ কিলোমিটার (প্রায় ১৮৬ মাইল) দূরত্বের মধ্যে রাশিয়ার উপকূল বরাবর এই ভূমিকম্প থেকে "বিপজ্জনক সুনামি ঢেউ" সম্ভাব্য বলে সতর্ক করেছিল।
নাজমুন নাহার