রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৫:৪২, ১ জুলাই ২০২৪

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৫ 

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৫ 
সংগৃহীত

তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় রবিবার (৩০ জুন) ভয়াবহ বিস্ফোরণে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ৫৭ জন।

জানা যায়, গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রার্থমিকভাবে সন্দেহ করা হচ্ছে কারণ ওই রেস্টুরেন্টে ‘প্রোপেন ট্যাংক’ স্থাপন করা হচ্ছিল বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইয়ারলিকায়া লিখেছেন, ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে ওই রেস্টুরেন্টের পাশের একটি ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই ভবনের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়