দিল্লিতে ভেঙে পড়লো বিমানবন্দরের ছাদ
দিল্লিতে প্রচন্ড ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। ছাদ ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দিল্লির দমকল বিভাগকে খবর দেওয়া হয়। এরপর শুরু হয় উদ্ধারকাজ।
এদিকে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টার্মিনাল-১ থেকে আসা-যাওয়ার সকল ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ফ্লাইটগুলো নির্বিঘ্নে পরিচালনার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বিমানবন্দর পরিদর্শন করেন এবং টার্মিনাল-১ পরিদর্শন করেন। তিনি এটিকে "খুব গুরুতর ঘটনা" বলে অভিহিত করেন এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন।
এ বিষয়ে দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে।