শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১২:৫৩, ২৮ জুন ২০২৪

দিল্লিতে ভেঙে পড়লো বিমানবন্দরের ছাদ

দিল্লিতে ভেঙে পড়লো বিমানবন্দরের ছাদ
সংগৃহীত

দিল্লিতে প্রচন্ড ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। ছাদ ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দিল্লির দমকল বিভাগকে খবর দেওয়া হয়। এরপর শুরু হয় উদ্ধারকাজ। 

এদিকে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টার্মিনাল-১ থেকে আসা-যাওয়ার সকল ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ফ্লাইটগুলো নির্বিঘ্নে পরিচালনার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বিমানবন্দর পরিদর্শন করেন এবং টার্মিনাল-১ পরিদর্শন করেন। তিনি এটিকে "খুব গুরুতর ঘটনা" বলে অভিহিত করেন এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন।

এ বিষয়ে দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়