শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৪:৫১, ১ জুন ২০২৪

উগান্ডার সাবেক সামরিক কমান্ডারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

উগান্ডার সাবেক সামরিক কমান্ডারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংগৃহীত

মার্কিন সরকার উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) সাবেক ডেপুটি চিফ পিটার এলওয়েলু সহ পাঁচজন সাবেক এবং বর্তমান উগান্ডার সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। 

শুক্রবার (৩০ মে) তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এলওয়েলু উগান্ডার সামরিক বাহিনীর কমান্ড করার সময় ইউপিডিএফ সদস্যদের দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে তাকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানা গেছে। 
হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়ে বলেছে, ২০১৬ সালের নভেম্বরে উগান্ডা সরকার এবং রোয়েনজুরুর রাজ্যের মধ্যে কয়েক বছর ধরে টানাপোড়নের পর, তৎকালীন ব্রিগেডিয়ার এলওয়েলুর কমান্ডের অধীনে সৈন্যরা কাসেসে শহরে রাজ্যের প্রশাসনিক অফিসগুলোতে হামলা চালায়।এ সময় কমপক্ষে নয় জনকে হত্যা হয়। হত্যাকাণ্ডের পরের দিনের সংঘর্ষে ৩২ জন বেসামরিক নাগরিক এবং ১৪ জন পুলিশ নিহত হয়।

এরপর সেনাবাহিনী রোয়েনজুরুর রাজ্যের রাজা চার্লস মুম্বেরের প্রাসাদে হামলা চালায়। এ সময় চার্লস মুম্বেরসহ আরো অনেক বেসামরিক নাগরিকদের গ্রেফতার করা হয়। দুই দিনের চলা এ সংঘাতে শিশুসহ অন্তত ১৫৫ জন নিহত হন। উগান্ডা সরকার এ ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত করেনি বলে ওই প্রতিবেদনে উল্লেখ কার হয়েছে। এছাড়াও দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং জবাবদিহি  আওতায় আনতে পারেনি।

জনপ্রিয়